ইতিহাসের জি. কে (History G. K)
কেমন আছো বন্ধু , আশা করি নিশ্চই ভালো আছো।
এবারে তোমার জন্যে নিয়ে এসেছি ইতিহাসের জেনারেল নলেজ (G.K), যা তোমার স্কুলের পরীক্ষায়, সরকারী চাকরির পরীক্ষায় আশা করি সাহায্য করবে।
বিষয় ভিত্তিক লেখাগুলি এই ওয়েবসাইটে পড়ার পাশাপাশি তুমি ইতিহাসের জি. কে. গুলিও অবশ্যই পড়তে পারো। আশা রাখি এতে তুমি উপকৃত হবে।
তাহলে শুরু করা যাক।
১) অর্থশাস্ত্র কে রচনা করেন ?
উত্তর – কৌটিল্য।
২) ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর – গ্রীকদূত মেগাস্থিনিস।
৩) রাজতরঙ্গিনী গ্রন্থটির বিষয়বস্তু কী ?
উত্তর – কাশ্মীর রাজ্যের ইতিহাস ও রাজবংশের তালিকা।
৪) ভারতকে নৃতত্ত্বের যাদুঘর কে বলেছেন ?
উত্তর – ভিনসেন্ট আর্থার স্মিথ।
৫) তহকিক-ই-হিন্দ কে রচনা করেন ?
উত্তর – আল বিরুনী।
৬) আল বিরুনী কার প্রিয় সভাসদ ছিলেন ?
উত্তর – সুলতান মামুদের।
৭) তহকিক-ই-হিন্দ কিসের সম্পর্কে লেখা ?
উত্তর – ভারতবর্ষ সম্পর্কে।
৮) ভারতের তোতা পাখি নামে কে পরিচিত ?
উত্তর – আমীর খসরু।
৯) ইবন বতুতা কার রাজত্বকালে ভারত ভ্রমণে আসেন ?
উত্তর – মহম্মদ বিন তুঘলক।
১০) ইবন বতুতার লেখা গ্রন্থটির নাম কি ?
উত্তর – কিতাব-উর-রাহেলা (সফরনামা)
আরও পড়ুন : https://iitihas.com/gautam-buddha-and-buddhist-religion-in-bengali/
১১) দাসবংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর – কুতুবউদ্দিন আইবক।
১২) বান্দাগান-ই-চাহালগান কার আমলে গড়ে ওঠে ?
উত্তর – ইলতুৎমিস-এর আমলে।
১৩) জুনাগড় লিপি কার উদ্যোগে রচিত হয় ?
উত্তর – শক রাজ রুদ্রদামনের উদ্যোগে।
১৪) হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ কোন সালে আবিষ্কৃত হয় ?
উত্তর – ১৯২২ সালে।
১৫) হরপ্পা সভ্যতায় কোন জন্তুর অস্তিত্ব ছিল না ?
উত্তর – ঘোড়া।
১৬) হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ?
উত্তর – তাম্র ব্রোঞ্জ যুগের।
১৭) বৃহৎ স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছিল ?
উত্তর – মহেঞ্জোদাড়োতে।
১৮) মহেঞ্জোদাড়ো কথাটির অর্থ কী ?
উত্তর – মৃতের স্তুপ।
১৯) সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী ?
উত্তর – নগর পরিকল্পনা।
২০) ধননন্দ কে ছিলেন ?
উত্তর – নন্দ বংশের সর্বশেষ সম্রাট।
২১) সম্রাট অশোকের উপাধি কি ছিল ?
উত্তর – প্রিয়দর্শী / দেবানাম প্রিয়।
২২) শেষ মৌর্য সম্রাট কে ছিলেন ?
উত্তর – বৃহদ্রথ।
২৩) বুদ্ধচরিত কে রচনা করেছিলেন ?
উত্তর – অশ্বঘোষ।
২৪) ‘মহাবিভাষা’ কার রচনা ?
উত্তর – বসুমিত্র।
২৫) ফা-হিয়েন কোন গুপ্ত রাজার আমলে ভারতে আসেন ?
উত্তর – দ্বিতীয় চন্দ্রগুপ্ত -র আমলে।
২৬) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর – সিমুক।
২৭) কে ‘শকারী’ উপাধি গ্রহণ করেছিলেন ?
উত্তর – দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
২৮) ভারতের ম্যাকিয়াভেলি নামে কে পরিচিত ?
উত্তর – বিষ্ণুশর্মা।
২৯) পঞ্চতন্ত্র গ্রন্থটি কে লিখেছেন ?
উত্তর – বিষ্ণুশর্মা।
৩০) ‘মত্তবিলাস প্রহসন’ কার রচনা ?
উত্তর – পল্লবরাজ মহেন্দ্রবর্মনের।
৩১) ‘গীত গোবিন্দ’ কার রচনা ?
উত্তর – কবি জয়দেবের।
৩২) ‘লাখবক্স’ বা ‘লক্ষদাতা’ উপাধি কার ?
উত্তর – দাসবংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবকের।
৩৩) হলদিঘাটের যুদ্ধে (১৫৭৬) মোগলদের প্রধান সেনাপতি কে ছিলেন ?
উত্তর – মান সিংহ।
৩৪) ‘রামচরিতমানস’ কে রচনা করেছিলেন ?
উত্তর – তুলসী দাস।
৩৫) মারাঠাদের শেষ পেশোয়া কে ?
উত্তর – দ্বিতীয় বাজীরাও।
৩৬) বেসিনের সন্ধি (১৮০২) কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর – ইংরেজ ও পেশোয়া দ্বিতীয় বাজীরাও-এর মধ্যে।
৩৭) রায়তওয়ারি বন্দোবস্ত প্রথম চালু হয় কোথায় ?
উত্তর – বোম্বাই প্রেসিডেন্সিতে।
৩৮) বিধবা বিবাহ আইন কোন বছর কার্যকরী হয় ?
উত্তর – ১৮৫৬ খ্রিস্টাব্দে।
৩৯) কলকাতা মেডিক্যাল কলেজ কোন বছর স্থাপিত হয় ?
উত্তর – ১৮৩৫ খ্রিস্টাব্দে।
৪০) ‘তত্ত্ববোধিনী’ সভার প্রতিষ্ঠাতা কে ?
উত্তর – মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
৪১) কোন গভর্ণর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল ?
উত্তর – লর্ড ক্যানিং- র সময়ে।
৪২) আকওয়ার্থ কমিটি (১৯১৯) কেন গঠন করা হয়েছিল ?
উত্তর – ভারতে রেলপথ সম্প্রসারণ ও রেল প্রশাসন সংস্কারের জন্য।
৪৩) ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি ?
উত্তর – হান্টার কমিশন (১৮৮২) ।
৪৪) ইম্পিরিয়াল লাইব্রেরীর (ন্যাশনাল লাইব্রেরী ) প্রতিষ্ঠাতা কে ?
উত্তর – লর্ড কার্জন।
৪৫) উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয় ?
উত্তর – ১৮৫৪ খ্রিস্টাব্দে।
৪৬) নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন কে কবে পাশ করেন ?
উত্তর – লর্ড নর্থ ব্রূক, ১৮৭৬ খ্রিস্টাব্দে।
৪৭) ভারতে শিল্প কমিশন কবে গঠিত হয় ?
উত্তর – ১৯১৬ খ্রিস্টাব্দে।
৪৮) প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর – ডঃ আত্মারাম পান্ডুরঙ্গ।
৪৯) কোন বড়লাট পুরাতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন ?
উত্তর – লর্ড কার্জন।
৫০) জাতীয় শিক্ষা পরিষদ কোন রাজনৈতিক আন্দোলনের ফলশ্রুতি ?
উত্তর – বঙ্গভঙ্গ আন্দোলন।
৫১) বন্দেমাতরম সংগীতটি কোন গ্রন্থে আছে ?
উত্তর – আনন্দমঠ উপন্যাসে।
৫২) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ?
উত্তর – হরিশ মুখার্জী।
৫৩) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে ?
উত্তর – বোম্বাই , গোকুলদাস তেজপাল কলেজে।
৫৪) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তর – উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
৫৫) ‘বর্তমান ভারত’ কার রচনা ?
উত্তর – স্বামী বিবেকানন্দ।
৫৬) কোন গভর্নর জেনারেলের আমলে অস্ত্র আইন (১৮৭৮) পাশ হয় ?
উত্তর – গভর্নর জেনারেল লর্ড লিটনের আমলে।
৫৭) জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে (১৮৮৬) কে সভাপতি ছিলেন ?
উত্তর – দাদাভাই নওরোজী।
৫৮) জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশনে (১৮৮৭) কে সভাপতি ছিলেন ?
উত্তর – বদরুদ্দিন তায়েবজী।
৫৯) জাতীয় কংগ্রেসের প্রথম ২০ টি অধিবেশন কতসালের মধ্যে হয়েছিল ?
উত্তর – ১৮৮৫-১৯০৫।
৬০) ইয়ং ইন্ডিয়া গ্রন্থের লেখক কে ?
উত্তর – লালা লাজপৎ রায়।
৬১) বাংলার প্রথম গুপ্ত সমিতি কোনটি ?
উত্তর – অনুশীলন সমিতি।
৬২) বঙ্গভঙ্গ-র ফলে গঠিত নতুন প্রদেশটির নাম কি ?
উত্তর – পূর্ববঙ্গ ও আসাম।
৬৩) পি এন ঠাকুর কার ছদ্মনাম ?
উত্তর – রাসবিহারী বসুর।
৬৪) ভারতে বিপ্লব বাদের জননী কাকে বলে ?
উত্তর – ম্যাডাম ভিখাজী কামা কে।
৬৫) ‘অভিনব ভারত’ সংস্থার আদি নাম কি ছিল ?
উত্তর – মিত্র মেলা।
৬৬) গান্ধী-আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তর – ১৯৩১ খ্রিস্টাব্দের ৫ ই মার্চ।
৬৭) ডোমিনিয়ন স্ট্যাটাস কি ?
উত্তর – ব্রিটিশের অধীনে স্বায়ত্ব শাসন।
৬৮) লাহোর অধিবেশনের (১৯২৯) সভাপতি কে ছিলেন ?
উত্তর – জওহরলাল নেহেরু।
৬৯) নেহেরু রিপোর্ট কার নাম অনুসারে খ্যাত ?
উত্তর – মতিলাল নেহেরু।
৭০) সাইমন কমিশনের সময় ভারত সচিব কে ছিলেন ?
উত্তর – বার্কেন হেড।
৭১) মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তর – আগা খাঁ।
৭২) স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন ?
উত্তর – মৌলানা আবুল কালাম আজাদ।
৭৩) কংগ্রেস সমাজতন্ত্রী দল কে গঠন করেন ?
উত্তর – জয়প্রকাশ নারায়ণ / ১৯৩৪ খ্রিস্টাব্দে।
৭৪) অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের (১৯২০) প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তর – লালা লাজপৎ রায়।
৭৫) মীরাট ষড়যন্ত্র মামলা কাদের দমন করার জন্য শুরু করা হয় ?
উত্তর – কমিউনিস্টদের।
জি.কে. গুলি পড়ে তোমার কেমন লাগল তুমি কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। এর থেকে আমি আরও উৎসাহ পাবো নতুন কিছু লেখার। ভালো থেকো, আর ইতিহাস পড়তে থেকো।
Hello
welcome..